আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রতিনিধি পরিষদে দ্বিতীয় দফায় অভিশংসিত হওয়ার পর ক্যাপিটল হিলে সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বুধবার অভিশংসিত হওয়ার পর তিনি এ বিষয়ের উল্লেখ না করে একটি ভিডিও বার্তায় বলেছেন- যুক্তরাষ্ট্রে সহিংসতা ও ভাঙচুরের একেবারেই কোনো স্থান নেই। আমাদের আন্দোলনেও এর কোনো স্থান নেই। ভিডিও বার্তায় তিনি সমর্থকদের সতর্ক করে দিয়েছেন।
তিনি বলেন, সামনের বিক্ষোভ কর্মসূচিগুলো শান্তিপূর্ণ হওয়া উচিত। তবে এর আগে তিনি এক বার্তায় জানিয়েছিলেন, তাকে অভিশংসন প্রক্রিয়ায় ক্ষোভ আরো বাড়বে। আরো সহিংসতা হতে পারে তাতে। এ খবর দিয়েছে অনলাইন ওয়াশিংটন পোস্ট।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম