আমাদেরবাংলাদেশ ডেস্কঃ দেরিতে হলেও ক্রিকেটারদের দাবি নিয়ে সৃষ্ট সংকটের সম্মানজনক সমাধান হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ক্রিকেটারদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে কারো অশুভ উদ্দেশ্য আছে কি না দেখা হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের আরও বলেন, আজকে সকালে ফোনে সাকিব আল হাসানের সাথে কথা হয়েছে আমার। ক্রিকেটারদের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক পরিবারের মতো। তাদের যেকোন সমস্যা হলে প্রধানমন্ত্রী তাদের পাশে আছেন।
প্রসঙ্গত, ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে গত সোমবার হঠাৎ করে ধর্মঘটের ডাক দেয় ক্রিকেটাররা। পরে আরও দুদফা দাবি যোগ করে তারা। অনেক নাটকীয়তার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিকাংশ দাবি মেনে নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করে ক্রিকেটাররা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম