আমাদেরবাংলাদেশ ডেস্ক।।খাগড়াছড়িতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে, জেলা শহরের উপকন্ঠে বলপেইয়া আদাম এলাকায় গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে অবস্থিত বাড়িটিতে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে। নির্যাতিতা নারীকে খাগড়াছড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই বাড়ির মালিক বিন্দু লাল চাকমা অভিযোগ করে বলেন, রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন দরজা ভেঙে ডাকাত সদস্যরা বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা ঘরের সকলের হাত-পা বেঁধে ফেলে এবং বাড়িতে লুটপাট চালায়।তিনি আরো বলেন, ডাকাতরা সংখ্যায় ৯ জন ছিলো। ডাকাত দলের সদস্যরা সকলেই সমবয়সী মনে হয়েছে। ডাকাতির এক পর্যায়ে অন্য একটি কক্ষে তাদের বুদ্ধি প্রতিবন্ধী কন্যাকে (২৬) কে হাত, পা ও মুখে ওড়না দিয়ে বেঁধে ধর্ষণ করে। ডাকাতরা তিন ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) গোলাম আবছার জানিয়েছেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধী যারাই হোক খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত