প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২০, ৬:২৩ অপরাহ্ণ
আদিতমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের গো-খাদ্য বিতরণ

লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীর মাঝে ত্রাণ হিসেবে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বন্যা কবলিত ৪৩টি পরিবারের মাঝে ২৫ কেজির এক বস্তা করে ফিট জাতীয় খাবার দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলা) আদিতমারী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ এসব খামারীর মাঝে ত্রান তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্ইবাহী অফিসার ( ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশাররফ হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ এ,আর,এম আল মামুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম