নিজস্ব সংবাদদাতা।। রাজধানীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ ০/১৫০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় মানহানির অভিযোগও আনা হয়েছে। সাবেক ছাত্রদল কর্মী রেজাউল বাদী হয়ে ঘটনার প্রায় সাত বছর ৭ মাস ২৫ দিন পর বৃহস্পতিবার (২০ মার্চ ) মামলাটি করেন।
ময়মনসিংহের ১ নং আমলি আদালতের বেঞ্চ সহকারি
হযরত আলী মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ময়মনসিংহের পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন। মামলা নং-৭৫৪/২৫।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন– ফরিদপুরের ভাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম,জাতীয় শ্রমিক লীগ সহ-সভাপতি জয়নাল আবেদীন ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ত্রিশাল উপজেলার বাবু পুরের বাসিন্দা মোমেন তালুকদারসহ ১৫০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, সকল আসামিগণ বিভিন্ন জেলা/উপজেলা থেকে গিয়ে ২০১৭ সালের ২২ জুলাই রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে শহীদুল ইসলামের নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যে করেন।
এরপর আসামিরা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় গালাগাল করে মানহানি করে। সেসময় আসামিরা জাতীয় প্রেসক্লাব এলাকায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে ও ব্যানার ছিঁড়ে আগুন লাগিয়ে দেয়।
ময়মনসিংহে জজ কোর্ট আইনজীবী শেখ আবু সাদাত মোহাম্মদ খায়ের জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। সকল আসামিগণ ২০১৭ সালের ২২ জুলাই মাসে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেন।