সাভার প্রতিনিধি: বরগুনার রিফাত হত্যা কোনোভাবেই নেয়ার মতো নয়। তাই পুলিশের পাশাপাশি এসব অপরাধ দমনে জনগণকে এগিয়ে আসতে হবে। তাই এরকম অপরাধ দেখলে সামাজিকভাবে প্রতিহত করতে হবে।
শুক্রবার সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় চায়না জিংজু ব্যাটারি (বিডি) লিমিটেড এর কিজো ব্যাটারির নতুন ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এসময় তিনি শ্রমিকদের সঙ্গে সুসম্পর্ক রেখে প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার আহবান জানান চায়না কারখানা কর্তৃপক্ষকে। পাশাপাশি বাংলাদেশে ব্যবসার অনুকূল পরিবেশ তুলে ধরে তাদের আরো বিনিয়োগের অহবান জানান আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোম্পানি চেয়ারম্যান জনাব উঁ কু-ও ছুন। আরো উপস্থিত ছিলেন ঢাকা শিল্প পুলিশ-১ এর এসপি সানা শামিনুর রহমান শামীমসহ কারখানার কর্মকর্তা কর্মচারীরা।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত