আমাদেরবাংলাদেশ ডেস্ক।।খুলনার রূপসার আইজগাতি মাদ্রাসাছাত্র মুসা শিকদার হত্যা মামলায় ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে এ মামলা থেকে দুজনকে বেকসুর খালাস দিয়েছেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী।ফাঁসির দণ্ডাপ্রাপ্তরা হলেন- বনি আমিন সিকদার, রহিম শেখ, রাজু শিকদার ও নুহু শেখ। আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা যায়, খুলনার রূপসা উপজেলার আইচগাতী মাদ্রাসাছাত্র মুসা সিকদার ২০১৮ সালে ১৯ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হয়। পরে ২০ সেপ্টেম্বর রূপসার ১৮ বেকি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
একই বছরের ২৭ সেপ্টেম্বর মুসা শিকদারের বাবা মোস্তাকিম বাদী হয়ে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২০১৯ সালের ১৫ জনুয়ারি রূপসা থানায় মামলা দায়ের করা হয়। ২০১৯ সালের ৫ মে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ শুনানির পর খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী চার জনের ফাঁসির আদেশ দেন। দুই জনকে বেকসুর খালাস প্রদান করেন।
আমাদেরবাংলাদেশ/রিফাত