খোঁজ মিলছেই না নাদিয়ার মা-বাবার আপনার একটি শেয়ারে হয়ত নাদিয়া ফিরে পাবে ওর বাবা মাকে
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
-
৩৩১
বার দেখা হয়েছে

আমাদেরবাংলাদেশ ডেস্ক।। – তুমি কোন ক্লাসে পড়ো?– থ্রি’তে।– তোমার স্কুলের নাম কী?– ….. (চুপ)– স্কুলের নাম মনে নাই?– না।– তোমার দেশের বাড়ি কোথায়?– ভোলা।– তোমার বাবার নাম কী?– জাহিদ।– তোমার আম্মুর নাম?– শাহানাজ।– তোমরা কয় ভাই-বোন?– এক ভাই, এক বোন।– তোমার বাসার ঠিকানা মনে আছে?– না।
নিজের পরিচয় সম্পর্কে এর চেয়ে তেমন বেশি কিছু বলতে পারছে না নাদিয়া।গত ২২ জানুয়ারি, গুলশান মডেল থানাধীন কালাচাঁদপুর এনিমা বিল্ডিং সংলগ্ন রাস্তার পাশ থেকে স্থানীয়রা নাদিয়াকে পেয়ে থানা পুলিশের খবর দেয়।
সবুজ পায়জামা ও গোলাপী রংয়ের গেঞ্জি পরা আনুমানিক ৪ ফুট উচ্চতার মেয়েটিকে পুলিশ উদ্ধার করে। এরপর থেকে তেজগাঁয়ে ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশের হেফাজতেই রয়েছে সেঠিকানা জানতে চাইলে নির্ভয় কিন্তু বিভ্রান্ত শিশুটি স্পষ্টভাবে বলতে পারছে না। অস্পষ্টভাবে সে যা বলেছিল সে অনুযায়ী, তার বাড়ি কালীবাড়ি রোড দেওয়ানবাড়ি, থানা-ভোলা সদর ও জেলা- ভোলা। কিন্তু ঠিকানাটি সঠিক না।
Please Share This Post in Your Social Media