আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর হাতাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে ৩টি পরিবহণ থেকে ১৩ কেজি গাজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শেষ প্রান্ত দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা মসজিদ পাশে চেকপোস্ট বসিয়ে পরিবহণে অভিযান ও তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাজাসহ ৪ জনকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মৃত বিচারত আলীর ছেলে কেতাউর রহমান (২৫), একই গ্রামের দবিউর রহমানের ছেলে মেহদী হাসান (২৭), একই উপজেলার পারচৌকা গ্রামের মৃত মিঠুন আলীর ছেলে ফিরোজ (৩০), এবং শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘবববাটি গ্রামের মৃত আব্দুল হান্নান আলীর ছেলে ইউসুফ আলী (২৫)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক পথে মাদক চোরাচালান হবে এই সংবাদের ভিত্তিতে দ্বারিয়াপুর হাতাপাড়া এলাকায় র্যাবের একটি চেকপোষ্ট বসানো হয় এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গণপরিবহণে অভিযান ও তল্লাশি চালান র্যাবের সদস্যরা। তল্লাশির একপর্যায় সনি-জনি পরিবহণ, ভাই ভাই স্পেশান পরিবহণ এবং এসআর ট্রাভেলস থেকে ১৩ কেজি উদ্ধার করা হয়। এ সময় চার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও ব্যবসা করে আসছেন।এ ঘটনায় তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাব ক্যাম্পের অধিনায়ক।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম