স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণপিটুণিতে এলাকার চিহ্নিত ডাকাতি, চুরি, মাদকসহ ১৫ মামলার আসামী শান্ত চিকিৎসাধীন অবস্থায় ১০দিন পর সোমবার রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে মারা গেছেন। এর আগে গত ১১ এপ্রিল উপজেলার দাউদপুর ইউনিয়নের হিরনাল এলাকায় গণপিটুনির স্বীকার হয় সে। নিহত,শান্ত দাউদপুর ইউনিয়নের হিরনাল এলাকার জসিমউদ্দিনের ছেলে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত ১১ এপ্রিল হিরনাল এলাকার জসিমউদ্দিনের ছেলে ডাকাতি, মাদক, চুরি, চাদাবাজিসহ ১৫ মামলার আসামী এলাকায় মাটিকাটার নিয়ে স্থাণীয় দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকিরের সাথে ঝগড়া হয়। এসময় শান্তসহ তার লোকজন আসাদ ফকিরকে পিটিয়ে আহত করে।
এ ঘটনা উত্তেজিত এলাকাবাসী ধাওয়া করে শান্তকে আটক করে গধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ আহত শান্তকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০দিন পর সোমবার মারা যায় শান্ত। এদিকে মারামারি ঘটনায় শান্তর চাচা সালাউদ্দিন সরকার ৪০ জনকে আসামী করে ও আসাদ ফকিরের বোন শিউলি আক্তার ২৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
নিহত শান্তর চাচা সালাউদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাতিজা শান্তকে পিটিয়ে গুরুতর আহত করে আসাদ ফকিরও তার লোকজন। সে ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ১০দিন পর মৃত্যু বরণ করে। এ ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি। ওসি আরো জানান, ১১ এপ্রিল মারধরের ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় সন্দেহজনক এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম