আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও ২৯ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৪১২ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ ২২জন ও নারী সাতজন।গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।
মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ২১ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২১১ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৬ হাজার ১৯১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ।
এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭শতাংশ।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৯ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ১৫ জন।
গত ২৪ ঘণ্টার বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে, মৃত ২৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে চারজন, খুলনায় দুইজন, বরিশালে তিনজন, রংপুরে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।
আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম