এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৮ জন। আর, গত ২৪ ঘণ্টায় ১৪ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৪ জন।
শুক্রবার (১লা মে) দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, মারা যাওয়া ২ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। আর, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫,৯৫৮টি। আর, পরীক্ষা করা হয়েছে ৫,৬৭৩টি নমুনা। বর্তমানে সারা দেশে কোয়ারেন্টিনে আছেন ৭০,৪৪১ জন। এছাড়া, দেশের মোট ৩১টি ল্যাবে করোনা শনাক্তের নমুনা সংগ্রহ ও রিপোর্ট দেয়া হচ্ছে।
করোনা আক্রান্তদের প্রতি মানবিক হতে এবং কাউকে হেয় না করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে নাসিমা সুলতানা আরও বলেন, অনেকেই আইসোলেশনে আছেন কেবলমাত্র আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার কারণে। ৩ থেকে ৫ শতাংশ করোনা আক্রান্তের উপসর্গ তীব্র হয় এবং আইসিইউ’র সাপোর্ট প্রয়োজন হয়। করোনা আক্রান্তদের বেশিরভাগই সুস্থ হন।