আমাদেরবাংলাদেশ ডেস্ক।। হায়দ্রাবাদ-উন্নাও-বুলন্দশহর-বক্সারের পর এবার হরিয়ানায় গণধর্ষণের শিকার এক কিশোরীকে ফের ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি বছরের গোড়াতেই অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল ওই কিশোরী। ফের সেই চারজনের বিরুদ্ধেই তাকে ধর্ষণের অভিযোগ উঠে।
ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়েছিল পালওয়াল জেলার ওই কিশোরী। তারপরই ওই চারজন তাকে একটি নির্জন এলাকায় তুলে নিয়ে যায়। সেখানেই চারজনে মিলে তাকে ধর্ষণ করে। পরে অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন কিশোরও রয়েছে।
জানা গিয়েছে, চলতি বছরের গোড়ার দিকে এই চারজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেছিল ওই নাবালিকা। কিন্তু সেসময় মামলা খারিজ হয়ে যায়। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।
এ প্রসঙ্গে পালওয়ালের এসপি নরেন্দ্র বিজার্নিয়া বলেন, ‘ওই কিশোরী অভিযোগে জানিয়েছে, ৪ ডিসেম্বর বাড়ি থেকে সে যখন বেরিয়েছিল তখন গ্রামের চারজন তাকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায় ও গণধর্ষণ করে। নতুন করে বয়ান নেওয়া হয়েছে। নির্যাতিতার বয়ান নথিভুক্ত করা হয়েছে। মেডিক্যাল চেক আপও করানো হয়েছে।’
সূত্র: ইত্তেফাক