নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমুড়া নয়াপাড়া ৯ নং ওয়ার্ডে অন্তসত্বা স্ত্রীকে বাপের বাড়িতে রেখে টাকা,স্বর্ণালংকার ও স্ত্রীর মায়ের দেয়া টমটম নিয়ে পালিয়ে গেলো হ্নীলা পানখালী এলাকার সোনা আলীর ছেলে মোহাম্মদ ফারুক।
এ বিষয়ে মা সফুরা খাতুন বাদী হয়ে মোহাম্মদ ফারুক,তার পিতা সোনা আলি ও মা নুর আয়শাকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে : উপরোক্ত ১নং বিবাদী ২নং ও ৩নং বিবাদীগণ পরষ্পর বাবা,মা ও ছেলে।
গত ২ বছর আগে আমার মেয়ের সাথে ফারুকের বিয়ে হয়।বিয়ের পর থেকে বিভিন্ন প্ররোচনায় আমার মেয়েকে প্রায় সময় যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল, কিন্তু আমার মেয়ে সংসারের কথা চিন্তা করে ১নং বিবাদী ফারুকের অত্যাচার নীরবে সহ্য করে আসছিল।
এরপরও ১নং বিবাদী ফারুক আমার মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন করতে থাকে এবং সঠিকভাবে ভরণপোষণ দেয়না ও কারণে অকারণে মারধর করে,তারি ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল সকাল ৭ টায় আমার মেয়ের জামাই ফারুক তাহার অসৎ উদ্দেশ্য পূরণের জন্য আমার নিজ বসতবাড়ি থেকে আমার মেয়ের সংসারের সুখের জন্য দেওয়া একটি মিনি টমটম গাড়ির মূল্য ১লাখ ৪০ হাজার টাকা ও নগদ ২০ হাজার টাকাসহ নিয়ে পালিয়ে যায়।
পরে আমি ও আমার মেয়ে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেও ফারুকের খোঁজ পাইনি, পালিয়ে যাওয়ার পর থেকে ফারুক আমাদের সাথে কোন ধরনের যোগাযোগ করেনি, বর্তমানে আমার মেয়ে গর্ভবতী ও অসুস্থ অবস্থায় খুবই মানবেতর দিনাতিপাত করছে।
আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ বিষয়টি তদন্ত পূর্বক সঠিক ও ন্যায় বিচার দাবি সহ তাকে আইনের আওতায় আনতে সহযোগীতা কামনা করছি।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম