সঞ্জিব দাস,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি।।
প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গলাচিপায় মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার পর্যন্ত ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এর মধ্যে আমখোলা ইউনিয়নে কামরুজ্জামান মনির, দেলোয়ার হোসেন হাওলদার, আনোয়ার হোসেন মৃধা, মাওলানা মাহতাব উদ্দিন. জহিরুল ইসলাম সবুজ মোল্লা। গোলখালীতে মো. নাসির উদ্দিন, গোলাম গাউস তালুকাদার নিপু. আলমগীর হোসেন, মোশারেফ হোসেন কানু মাতব্বর,মো. আবুল আশার।
রতনদি তালতলীতে গোলাম মোস্তফা খান, মিজানুর রহমান, মামুন অর রশিদ,মো. আবু ইউসুফ । চিকনিকান্দিতে সাজ্জাদ হোসেন রিযাদ,মো. খায়রুল বশার,মো.লুৎফর রহমান, আনিছুর রহমান। এদিকে ৪ ইউপি’র সাধারন সদস্য পদে ১৪৯ জন। সংরক্ষিত মহিলা পদে ৩৭জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রির্টানিং কর্মকর্তাদের দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ মার্চ বাছাই, ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ ২৫ মার্চ। নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপে গলাচিপার ১২টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম