উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ মনিরুল ইসলাম।
এ সময় আর ও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মেজবাহউদ্দিন,ডাঃ মেহেদি শাহরিয়ার, ডাঃ উম্মে জোয়ায়জিয়া লিনজা,ডা: মনিরুল ইসলাম, ডাঃ আবদুল্লাহ আল মামুনসহ নার্স ও স্বাস্থ্যকর্মীরা।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মকাণ্ড পরিচালনা করার অনুরোধ করেন।
তিনি আর ও বলেন দেশ ও জাতি আজ এক ভয়াবহ করোনাকালীন সময় পাড় করছে তাই সকলকে নিজ নিজ স্থানে থেকে গ্রাম বাংলার সকল মানুষের মধ্যে সচেতন বার্তা পৌঁছে দেওয়ার ও অনুরোধ করেন।অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া রোগীদের পর্যবেক্ষণ করেন।