প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২১, ১১:২১ অপরাহ্ণ
গলাচিপায় নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাংচুর

গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর গলাচিপায় ডাকুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী বিশ্বজিৎ রায়ের নির্বাচনী প্রচারনা অফিস ভাংচুর করেছে বিদ্রোহী প্রার্থীদের লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে পাঙ্গাশিয়া বাজারে শুক্রবার বেলা আনুমানিক সারে বারটার দিকে নৌকা মার্কার প্রচারণা অফিস ফিরোজ, পলাশ ও পাবেল খানের নেতৃত্বে শতাধীক লোকজন সঙ্ঘবদ্ধ ভাবে ভাংচুর চালায়। নৌকা মার্কা প্রার্থী বিশ্বজিৎ রায় বলেন,নৌকার বিজয় কে বাধাগ্রস্ত করতে বিদ্রোহী প্রার্থীর সাথে দেশ বিরোধী অপশক্তি ঐক্য হয়েছে।
এই চক্রান্তকারীরা নৌকার সমার্থকদের দুর্বল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে।আজ সারে বারটার দিকে বিদ্রোহী প্রার্থীদের (ঘোড়া ও আনারস মার্কার)স্বজন ও সমার্থক দিয়ে পাঙ্গাশিয়া বাজারে নৌকা মার্কার প্রচারণা অফিসে হামলা ও ভাংচুর চালায়।এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি)এম আর শওকত আনোয়ার হোসেন বলেন,ভাংচুরের ঘটনা শুনেছি।ঘটনা স্থালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম