গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা।। “মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বংলাদেশ” এ শ্লোগানকে নিয়ে গলাচিপা থানার উদ্যোগে রবিবার গলাচিপায় সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের খেয়াঘাটে অনুষ্ঠিত সভায় গলাচিপা থানার অফিসার ইন চার্জ এম আর শওকত অনোয়ার ইসলামের সভাপাতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়রম্যন মু.শাহিন শাহ, বিশেষ অতিথি গলাচিপা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফারুক হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক সরদার মু. শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান মু. নিজান উদ্দিন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বনিক সমিতির সম্পাদক তাপস কুমার দত্ত প্রমূখ।
সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন “আসুন আমরা সবাই মিলে মাস্ক পরি কোভিডমুক্ত দেশ গড়ি।” দেশকে করোনা মুক্ত রাখা এবং নিজে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। সভা পরিচালনা করেন এস.আই মামুন মিয়া।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম