গাইবান্ধা।। গাইবান্ধা জেলা পরিষদের অর্থায়নে করোনা কালীন সময়ে জেলার বিভিন্ন উপজেলার গরীব, দু:স্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে গাইবান্ধার জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার শিক্ষার্থীদের মাঝে এসব চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদারসহ জেলা পরিষদের সদস্যবৃন্দু।
জেলার বিভিন্ন উপজেলার ২৬৫ জন শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম