ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি :
জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিলের দাবিতে সারা দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে গাইবান্ধায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই গণস্বাক্ষর কর্মসুচি পালিত হয়। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক জাসদ ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক জনি, নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমীন শিল্পী, বাসদ (মার্কসবাদি) জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকনসহ অন্যরা।
প্রথম শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত পরিক্ষা পদ্ধতি তুলে না দেয়া, নবম-দশম শ্রেণীতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পর পর দু‘টি পাবলিক পরিক্ষা বাতিলসহ ৫দফা দাবিতে এই গণস্বক্ষর কর্মসুচি পালন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম