ওবাইদুল ইসলাম গাইবান্ধা।। গাইবান্ধায় অবৈধ উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়ায় ৩৫ জন-কে গ্রেফতার করেছে র্যাব-গাইবান্ধা ১৩ সদস্যরা।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন র্যাব কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমমান বলেন পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের-কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল,ইলেকট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এছাড়া র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমমান আরও বলেন,প্রাইমারি নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেয়ার সময় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা বিভিন্ন কৌশলে ৩৫ জন-কে গ্রেফতার করেছে।
এবিডি.কম