ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) গাইবান্ধা সরকারি কলেজ মাঠে তিন শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো।
সারা দেশের মানুষ যখন প্রচন্ড শীতে জবুথবু তখন ‘শীতার্তের জন্য ভালোবাসা’এই স্লোগানকে সামনে রেখে অসহায়, দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে আল খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ।
গাইবান্ধায় প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেইসাথে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। হাড় কাঁপানো শীতে নিদারুণ কষ্টে জীবন-যাপন করছে নিম্ন আয়ের মানুষেরা। বিশেষ করে নদ-নদী ভাঙা হতদরিদ্র পরিবারের মানুষরা তীব্র শীতে মানবেতর জীবন-যাপন করছে। অর্থের অভাবে কিনতে পারছেনা গরমের কাপড়।
জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগ নিয়ে শিশু ও বয়স্ক রোগীদের ভিড় বাড়ছে। এদের মধ্যে মধ্যে সর্দি-কাশি, জ্বর ও অ্যাজমাসহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাই বেশি। সরকারি পর্যায় থেকে শীতার্ত মানুষের জন্য যতটুকু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এরকম একটা সময়ে আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ এর সহযোগিতায় তিন শতাধিক শীতার্ত পরিবারের মাঝে পরিবার প্রতি একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। আর প্রয়োজনের এই সময়ে কম্বল পেয়ে আনন্দে আত্মহারা এসব শীতার্ত মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ বলেন, ‘শুধু উত্তরাঞ্চল নয় সারাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা সারাবছর বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। তারই অংশ হিসেবে গাইবান্ধায় আমাদের আজকের এই উদ্যোগ। এই উদ্যোগে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
প্রতিদিনের বাংলাদেশের ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ বলেন, প্রচণ্ড শীতে দরিদ্র মানুষ কষ্ট পাচ্ছে। তাদের কষ্ট লাঘবে আমাদের এ উদ্যোগ। সংবাদপত্র হিসেবে প্রতিদিনের বাংলাদেশ সূচনালগ্ন থেকে সংবাদ পরিবেশনের পাশাপাশি দুস্থ মানুষের পাশে থেকেছে। সেই ধারাবাহিকতায় আল-খায়ের ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে আজ আমরা গাইবান্ধা এসেছি ।
প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন বলেন, ‘গাইবান্ধার দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশকে প্রেসক্লাব গাইবান্ধার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা এই দুঃসময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতেও এসব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পাশে থাকবে এমনটাই কামনা করছি। মানবতার কল্যাণে তাদের পথচলা অব্যাহত থাকুক।’
প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি রিপন আকন্দের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আল-খায়ের ফাউন্ডেশন কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম