ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। গাইবান্ধার ফুলছড়ি চরাঞ্চল পশ্চিম জিগাবাড়ির দর্গম চর থেকে ২৯৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযানে কুখ্যাত মাদক সম্রাট আব্দুস সোবহান ওরফে নাড্ডু মিয়াকে আটক হয়েছেন। তিনি গাইবান্ধা সদরের পারদিয়ারা চরের আব্দুল হামিদ ডাক্তারের ছেলে। উদ্ধার করা ২৩৯বোতল মদের গায়ে আইস বার ইট অল ভদকা, ৩৭ বোতলে অফিসার্স চয়েস পিওর গ্রিন হুইস্কি এবং ১৭ বোতলে রয়েস স্ট্যাগ সিগ্রাম লেখা আছে।
আজ সোমবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, সকালে গোয়েন্দা পুলিশ পশ্চিম জিগাবাড়ির চরে নাড্ডু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির উঠোন সংলগ্ন গোয়াল ঘরের পাশে খড়ের গাদার মধ্যে থাকা ৯টি বস্তায় ওইসব বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ পাওয়া যায়। এই মাদক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানতে নাড্ডুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান,এই আসামীর বিরুদ্ধে হত্যা মামলা, খুন, ডাকাতি ও মারামারিসহ ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি বলেন,গাইবান্ধা জেলার চারপাশে ভারতীয় সীমান্ত এলাকা থাকায় মাদক চোরাচালানের প্রবনতা রয়েছে। তবে পুলিশ মাদকের বিরুদ্ধে সর্বদা প্রস্তুত। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম