গাইবান্ধা সংবাদদাতা।। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের একই সময়ে একি স্থানে সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাদুল্যাপুর উপজেলা শহরের শহীদ মিনার ও পাবলিক লাইব্রেরি চত্তর এলাকায় সব ধরণের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
১৪৪ ধারা জারির আদেশে ইউএনও নবীনেওয়াজ জানান, আজ রবিবার সকাল ১০টায় সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের দুই পক্ষ সভা আহবান করেছে।
একই সময়ে সভার ডাক দেওয়ায় সহিংসতার আশংকা দেখা দিলে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ মিনার ও পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব চত্তর এলাকাসহ আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ওই সকল ধরণের সভা-সমাবেশ বন্ধ থাকবে।