গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধায় এশিয়ান টিভির নবম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদের হল রুমে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি খালেদ হোসেনের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন ।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জেলা পরিষদের নির্বাহী প্রধান আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি নেয়ামুল আহসান পামেল, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকু ও সময় টিভির ষ্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু ।
শুরুতে কোরআন তেলওয়াত করেন একুশে সংবাদের ফুলছড়ি প্রতিনিধি ওমর ফারুক রনি। এসময় উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি রিক্ত প্রসাদ, আনন্দ টিভির ষ্টাফ রিপোর্টার মিলন খন্দকার, ঢাকাটাইমস এর জেলা প্রতিনিধি জাভেদ হোসেন, দৈনিক স্বাধীন সংবাদ রবিন সেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার শহিদুল ইসলাম খোকন, বিশ্ব মানচিত্রের জেলা প্রতিনিধি মো: ছালাম আশেকী, দৈনিক ঘোষণার জেলা প্রতিনিধি লাল চাঁন বিশ্বাস সুমন, দৈনিক সকালের সময় পত্রিকার সাইফুল মিলন, পরিবর্তন নিউজের বিমল কুমার সরকার, সাংবাদিক মাহাবুব মিয়া, আহসানুল হক বিপ্লব, দৈনিক প্রথমবেলার জিহাদ হক্কানী, জাতীয় অর্থনীতি পত্রিকার লিটন মিয়া লাকু, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কার্তিক চন্দ্র বর্মন,সাংবাদিক আবু জাফর মন্ডল, সাংবাদিক আমিরুল ইসলাম কবির, শহিদুল হক, সাপ্তাহিক চলমান জবাব পত্রিকার রিপোর্টার ময়নুল ইসলাম, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি আমিনুর রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহজাদী হাবিবা সুলতানা। বক্তারা এশিয়ান টিভির আরো উজ্জ্বল ভবিষ্যত ও সফলতা কামনা করেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম