ওবাইদুল ইসলাম।। গাইবান্ধায় করোনা ভাইরাসের প্রার্দুভাবে লকডাউনে কর্মহীন হয়ে পড়া বাস পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়। আজ বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শাহ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে চার শত পরিবহন শ্রমিকদের চাল, ডাল, তেল, আলু, সেমাই, চিনি বিতরন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এম,পি।
হুইপ বলেন , করোনা ভাইরাসের এই প্রার্দুভাবে কর্মের অভাবে কোন মানুষ যাতে না খেয়ে মারা যেতে না পারে সেই কারনে প্রতিটি জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গাইবান্ধা পৌরসভা, ইউনিয়ন ও উপজেলা গুলোতেও এই সহায়তা প্রদান করা হচ্ছে।
ধারাবাহিকভাবে পুরো জেলায় প্রায় ২ লক্ষ দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হবে। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল মতিন, পৌর মেয়র মতলুবর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম প্রমুখ