গাইবান্ধা সংবাদদাতা।। গাইবান্ধার বাদিখালীতে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়েছে। সকালে সদর উপজেলার গাইবান্ধা-সাঘাটা সড়কের বাদিয়াখালির বটতলা এলাকায় এ দূঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাইবান্ধার দিকে আসা একটি সিএনজিতে অপর দিক থেকে আসা আল-মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজির চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে চারজন কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে রাজু মিয়া ও দুলাল সাহা মারা যান।
গাইবান্ধা সদর থানার ওসি অপারেশন রজ্জব আলী জানান, নিহত রাজু মিয়া সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ী গ্রামের হোসেন আলীর ছেলে এবং দুলাল সাহা একই ইউনিয়নের রামনাথের ভিটার নিবারন সাহার ছেলে। ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম