গাইবান্ধা সংবাদদাতা।।গাইবান্ধা জেলা হাসপাতালে ভুল চিকিৎসায় ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় স্বজনদের মারধর করার ঘটনা ঘটে। মৃত্যু ছাত্রের পরিবারের অভিযোগ, বিকালে খেলাধুলা শেষে শারিরিক অসুস্থ্য বোধ করলে তাকে চিকিৎসার জন্য সন্ধ্যায় জেলা হাসপাতালে নিয়ে আসে।
এ সময় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুজন পাল প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসিবুরকে সাধারণ বেডে ভর্তি করান। এরপর হাসিবুরের অবস্থার উন্নতি না হলে রাত ৯টার দিকে হাসিবুরের শরীরে একটি ইনজেকশন পুশ করেন ডাক্তার। আর এই ইনজেকশন পুশ করার পরপরই হাসিবের নাক-মুখ দিয়ে ফেনা ও রক্ত বের হয়ে কিছুক্ষন পর মারা যায়। এতে প্রতিবাদ জানালে রোগীর স্বজনদের মারধর করে দায়িক্তরত চিকিৎসক, নার্স ও তাদের সঙ্গে থাকা বহিরগতরা।
মৃত্যু হাসিবুর গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের বেপারী পাড়ার বকুল মিয়ার ছেলে ও স্থানীয় আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র।তবে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হারুন অর রশিদ হামলা ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম