ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে রংপুর-বগুড়া মহাসড়কের ড্রীমল্যান্ড এলাকায় শনিবার বিকেলে মাইক্রোবাসের ধাক্কায় চাঁন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত চাঁন মিয়া পৌরশহরের জগরজানি গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরশহরের ড্রীমল্যান্ড এলাকায় ব্যাটারী চালিত একটি রিক্সা-ভ্যানে চাঁনমিয়া উপজেলা সদরে আসছিলেন। এসময় ওইস্থানে বগুড়া থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ফলে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চাঁনমিয়া মারা যান। ঘটনার পর এলাকাবাসী ঘাতক মাইক্রোবাসটি আটক করে রাখে। তবে চালক পালিয়ে যায়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম