গাইবান্ধা সংবাদদাতা।। আসন্ন ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচন উপলক্ষে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌর সভায় সম্ভাব্য প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে গাইবান্ধায় জেলা নির্বাচন অফিসারের সন্মেলন কক্ষে গাইবান্ধা পৌরসভার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্ত মো: আব্দুল মোত্তালিব। অন্যদিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদে সুন্দরগঞ্জ পৌরসভার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো: আল মারুফ।
গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন। লটারীর মাধ্যমে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়। আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এ্যাড.শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন (নৌকা), বিএনপির শহীদুজ্জামান শহীদ, (ধানের শীষ)। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রাথী মতলুবর রহমান পেয়েছেন (নারকেল গাছ) আনওয়ার উল সরোয়ার সাহিব, পেয়েছেন (রেল ইঞ্জিন),ফারুক আহম্মেদ পেয়েছেন (ক্যারাম বোর্ড), শামসুল আলম পেয়েছেন (মোবাইল ফোন),আহসানুল করিম (চামুচ), মির্জা হাসান পেয়েছেন (জগ), মার্কা।
অপরদিকে সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে জন ৭ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন। দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।