গাইবান্ধা সংবাদদাতা।।গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পুর্ন করতে সকল প্রস্তুতি সম্পুর্ন করেছেন নির্বাচনের দায়িত্ব পাওয়া জেলার সিনিয়র সহ কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মমিনুর রহমান।
ত্রি-বার্ষিক এই নির্বাচনে ১৭টি পদের বিপরীতে প্রতিদ্ব›দ্বীতা করছেন ৫৩ প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে লরছেন ৩ জন সাদেকুর ইসলাম মুরাদ, আব্দুর রশিদ সরদার ও আশরাফুল আলম এবং সাধারন সম্পাদক পদে লরছেন ২ জন জামিউল ইসলাম জামিল ও গ্রোতম কুমার চক্রবতি বিশু।
আগামীকাল শুক্রবার সকাল ৮ শুরু হবে ভোট গ্রহন চলবে বিকের ৪ টা পর্যন্ত। জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪৪৯০ জন।