আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনার প্রাদুর্ভাব দূরীকরণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন বিভিন্ন, গৃহবন্দী, কর্মহীন, অসহায়, দুস্থ ও গরীব মানুষরা তাই এই অসহায় মানুষের মাঝে প্রতিনিয়ত খাদ্য উপহার সামগ্রী বিতরণ করছেন,একের পর এক একটি মানবিক কাজ করে যাচ্ছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। নিজের বেতনের টাকা দিয়ে চাল-ডাল কিনে বাড়ি বাড়ি গিয়ে নিজেই পৌঁছে দিয়েছেন। এমনকি সড়কে নেমে সাধারণ মানুষকে বুঝানোর চেষ্টা করেছেন । শুধু তাই নয়, জেলার বিভিন্ন এলাকায় গিয়ে গান গেয়েও মানুষদের ঘরে থাকতে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন,এসপি শামসুন্নাহার।
(রবিবার ৩ মে) গাজীপুরের কাপাসিয়ায় তরগাঁও খেয়াঘাট এলাকায় ৩৯ টি বেদে পরিবারের মাঝে চাল, ডাল ও আলু, তৈল সাবানসহ নিত্য-প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন গাজীপুরের জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। এবং এক একটি ব্যাগে এক সপ্তাহের খাবার ছিল বলে জানা গেছে। এ সময় আরোও জানা যায়, করোনাভাইরাসের মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা পুলিশের প্রধান কাজ। পাশা পাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি বলেও জানা গেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাইকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।
পুলিশ সুপার শামসুন্নাহার বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে হাটবাজার বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখে পড়েছেন দুস্থ ও ছিন্নমূল মানুষ। তাই পুরো জেলায় গরিব অসহায় মানুষের উপকারে প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী দেয়া হয়েছে বলে আমাদেরবাংলাদেশ.কমকে তিনি জানান,করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের বাসা-বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, মানবতার সেবায় দুস্থ, অসহায় জনগণের সহযোগিতায় পুলিশের প্রধান কাজ। দুস্থ ও অসহায় জনগণের তালিকা ধরে ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছেন পুলিশের সদস্যরা। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি, বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম