আমাদেরবাংলাদেশ ডেস্ক।।গাজীপুরে শ্রীপুরে মাদক সেবনে বাধা দেয়ার জেরে শিক্ষক রাসেল রানাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
সকালে পৌর এলাকার বিলাই ঘাটার লবলং খাল থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষক রাসেল রানা উপজেলার মাওনা ইউনিয়নের সীংদিঘি গ্রামের সুজন মিয়ার ছেলে। সে স্থানীয় শিশু কানন একাডেমিতে শিক্ষকতা করতেন।নিহত শিক্ষক রাসেলের ভাই সারোয়ার মিয়া জানান, এলাকায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল রাসেল।এটাই তার কাল হয়ে উঠলো।
গত কয়েকদিন আগে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের এসব ছেড়ে আলোর পথে আসতে বলেন, এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন মাদকসেবিরা।সারোয়ারের অভিযোগ, গত শনিবার বিকেলে স্থানীয় বারতোপা বাজারে চায়ের দোকান থেকে ধরে নিয়ে যায় মাদকসেবী ইমরানের নের্তৃত্বে কয়েকজন মাদকসেবি।পরে তাকে নির্জন স্থানে নিয়ে বেধরক মারপিট করেন।
একপর্যায়ে মারা গেলে রাতের আধারে লবলং খালের তীরে তার মরদেহ ফেলে দেয়া হয়।এদিকে, ছেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরে বাবা তার বিভিন্ন স্বজনদের নিয়ে সারারাত খোঁজাখুজির পর রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় বিলাইঘাটা এলাকায় লবলঙ্গ খালের পাড় থেকে ছেলের ক্ষত বিক্ষত মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তদন্ত হচ্ছে; মামলা প্রক্রিয়াধীন।
আমাদেরবাংলাদেশ/আরাফাত