ঢাকা।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুজব নিয়ে কেউ বিচলিত হবেন না। গুজবের কথা কানে নিবেন না। ডিসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার সকাল ১০টায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়সহ সার্বিক পরিস্থিতি জানতে এ ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে প্রধানমন্ত্রী সারাদেশের সাধারণ মানুষেরও খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলা নববর্ষ আমরা সব সময় খুব উৎসবের সাথে উদযাপন করে থাকি। এবারে আমরা সব অনুষ্ঠান বাদ দিয়েছি, বিশেষ করে লোক সমাগম হয় এমন সব অনুষ্ঠান। আমি মনে করি নববর্ষের অনুষ্ঠান বিশাল জনসমাগম করে সারাদেশে সম্পূর্ণ বন্ধ রাখা উচিত। এখন ডিজিটাল যুগ, যারা উৎসব করবেন, গান-বাজনা ডিজিটাল পদ্ধতিতে করতে পারেন,’ যোগ করেন প্রধানমন্ত্রী।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম