আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রাজধানীর গুলশান-১ এর গুলশান শপিং সেন্টারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে গুলশান শপিং সেন্টারের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংবাদ পেয়ে ফায়ারের ৭ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ৬ তলায় শমশের গার্মেন্টস নামের একটি পোশাক কারখানা রয়েছে।
তিনি বলেন আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। হতাহতের কোনো সংবাদও আসেনি।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম