গোপালগঞ্জের একটি ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতরাতে সদর উপজেলার টুটবাটি এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিনো হয়েছে। দুর্বৃত্তরা হত্যা করে মৃতদেহ ওই স্থানে ফেলে রেখে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।