গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার রহনপুর পৌর মহল্লার ইসলামনগর জামালী মসলা কারখানা ও বিশ্বাসপাড়া বিসমিল্লাহ বেকারী ফুডকে ৫ হাজার টাকা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট- ১০ হাজার টাকা জরিমানা করে।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মো.জহিরুল ইসলাম ,জেলা স্যানেটারী ইন্সেপেক্টর কোবাদ আলী, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর রেবেকা খাতুন প্রমূখ।
এ সময় ভেজাল ৬১কেজি মরিচের গুঁড়া নদীতে ভাসিয়ে নষ্ট করা হয়।আর বেকারি ফুডে খাদ্য ব্যবহার্য অস্বাস্থ্যকর রং সহ অন্যন্য সামগ্রী নষ্ট করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক গোমস্তাপুরে বাজার মনিটরিং করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম