নিজস্ব প্রতিবেদক: দেশের পর্যটন শিল্পে অন্যতম শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ এবার পথচলতি মানুষের জন্য নিয়েছে ভিন্নধর্মী এক উদ্যোগ। পথচারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা চালু করেছে ফ্রি হেলথ চেকাপ। Health is Wealth, Stay Healthy, Build Wealth এই স্লোগানকে সামনে রেখে এই সেবামূলক কার্যক্রম শুরু হয়েছে। গোল্ডস্যান্ডস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গুলশানে ৪৭, নাসা হাইটসে গোল্ডস্যান্ডস গ্রুপের হেড অফিস ছাড়াও প্রতিষ্ঠানটির গুলশান, তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, উত্তরা এবং চট্টগ্রামের আগ্রাবাদ ও খুলশী ব্রাঞ্চেও একযোগে এই ফ্রি হেলথ চেকাপ চলছে।
এসব স্থানে পথচারীরা বিনামূল্যে ওজন মাপা, রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করাতে পারছেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শও নিতে পারছেন। আর এসবই করা হচ্ছে গোল্ডস্যান্ডস গ্রুপের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে। গোল্ডস্যান্ডস গ্রুপের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত ১৮ জুলাই থেকে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবা অব্যাহত রয়েছে। এক প্রশ্নের জবাবে গোল্ডস্যান্ডস গ্রুপ জানিয়েছে, মানুষের সেবায় কাজ করে যাওয়ার ব্রত নিয়ে ধারাবাহিকভাবে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দেশের পর্যটন শিল্পে অন্যতম শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ কক্সবাজার ও কুয়াকাটায় আন্তর্জাতিক মানের ৪ ও ৫ তারকা হোটেল নির্মাণ করছে। কক্সবাজারের হিমছড়িতে তাদের আন্তর্জাতিক মানের ৪ তারকা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল দ্রুততম সময়ের মধ্যেই পুর্ণোদ্যমে চালু হতে যাচ্ছে। এছাড়া কক্সবাজারের কলাতলীতে বে স্যান্ডস, ইনানীতে বে মেরিনা, পটুয়াখালীর কুয়াকাটায় বে ব্রিজ নামে ৫ তারকা মানের আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া পূর্বাচলে আমিন সিটি ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন গোল্ড সিটি নামে দুটি ল্যান্ড প্রজেক্টেও জমির মালিকানা বিক্রি করা হচ্ছে। একইসঙ্গে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোল্ড প্যালেস নামের অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ আবাসিক ভবনও নির্মাণ করা হচ্ছে। গোল্ডস্যান্ডস গ্রুপ পর্যটন ও মানুষের উন্নয়নে।