আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ৫২তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোয়া পৌঁছে আবেগে ভাসলেন অভিনেত্রী পাওলি দাম। এই বছর গোয়ায় অনুষ্ঠিত ইফতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী নির্ভর সিনেমা ‘অভিযান’ দেখানো হবে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে। সিনেমাটি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
যেহেতু তিনি বিদেশে শুটিংয়ের কাজে ব্যস্ত তাই পাওলি ‘অভিযান’ সিনেমার প্রতিনিধিত্ব করেছেন ইফিতে। এই সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।
সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন সোহিনী সরকার, পর্দায় সত্যজিৎ রায় হয়েছেন কিউ আর রবি ঘোষ হিসেবে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে।
পাওলি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই সিনেমা দেখানোর মুহূর্তে পরমব্রত সহ সকল টিমকে মিস করছেন। একই সঙ্গে তিনি গর্বিত এমন এক আন্তর্জাতিক মানের বহুমাত্রিক মানুষের জীবন সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম