পিরোজপুর প্রতিনিধি।। পিরোজপুর জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সকাল থেকেই একটানা বৃষ্টি, দেখা যায়নি সূর্যের আলো। ঘূর্ণিঝড়ের কারণে পাড়েরহাট মৎস্য বন্দরের বেশিরভাগ জেলেরাই মাছ ধরতে সাগরে যায়নি।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতিমধ্যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়েছে। সাইক্লোন শেল্টার প্রস্তুতসহ সকল প্রস্তুতি নেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং টাকা, শুকনো খাবার, মেডিকেল টিম রেডি করে রাখা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত নদীর পাড়ে বাসিন্দাদের সতর্ক হয়ে সাইক্লোন শেল্টার অথবা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম