কাউখালী সংবাদদাতা।।পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কাউখালী উপজেলা শাখার উদ্যোগে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওহায়িদা খানম ও তার বাবা জাতির শ্রেষ্ঠ সন্তানবীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর উপর সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হওয়ায় দ্রত বিচারের দাবীতে উপজেলা পরিষদ চত্ত্বরে আজ মঙ্গলবার সকালে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত নিন্দা ও প্রতিবাদ সভা কর্মসূচীতে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা এ.বি.এম শাহাজান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। বক্তারা এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সরকারী কর্মকর্তাদের নিরাপত্তার জোর দাবী জানান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম