জাহেদ হাসান।।কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর এলাকার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস তল্লাশী করে একজন মাদক পাচারকারীকে আটক করেছে চিরিংগা হাইওয়ে থানা।
শনিবার ২৪ জুন বিকেল সাড়ে ৩টার দিকে চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইন্চার্জ খোকন কান্তি রুদ্র এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইন্চার্জ খোকন কান্তি রুদ্র জানান,গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্যারচর এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম গামী বাস তল্লাশী করে বাসের একজন যাত্রীর কাছ থেকে ১৫ শত ২৮ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
আটক মাদক পাচারকারী চট্টগ্রাম জেলার পটিয়া থানার দক্ষিণ গৌবিন্দেরখীল এলাকার আব্দুর রশিদ (২৮)।আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম