আমাদেরবাংলাদেশ ডেস্ক।।কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়ার বাড়ি গ্রামে গত ২৩ আগস্ট চকোলেট ও জাম্বুরার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম পতেঙ্গা জাহাঙ্গীর কলোনি থেকে এসআই ইয়ামিন সুমন সঙ্গীয় ফোর্সসহ ধর্ষক আটিয়া বাড়ির মৃত সেকান্দরের ছেলে হারুনুর রশিদকে গ্রেপ্তার করে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। ধর্ষক শিশুটিকে চকোলেট ও জাম্বুরা খাওয়ার লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
শিশুটির রাতে প্রস্রাব বন্ধ হয়ে গেলে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শিশুটি দীর্ঘদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। নাঙ্গলকোট থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনার পর থেকে ধর্ষক পলাতক ছিল।
সোর্স মারফত খবর পেয়ে বুধবার রাতে চট্টগ্রাম পুলিশ পাঠিয়ে পতেঙ্গা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম