অনলাইন ডেস্ক:
ইয়াবা ট্যাবলেটসহ স্মৃতি আক্তার নামে এক সাবেক বিমানবালাকে আটক করেছে র্যাব। এসময় তার সাথে থাকা মোঃ জুবাইর উদ্দিন নামে আরেকজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃদত ৭,৮৭০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩৯ লক্ষ ৩৫ হাজার টাকা। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সহকারী পরিচালক জানান, গ্রেফতাকৃত আসামি স্মৃতি আক্তার (২৪) রিজেন্ট এয়ার লাইন্সের সাবেক একজন বিমানবালা। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছেন।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭,৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি জানান, আটক মোঃ জুবাইর উদ্দিন কক্সবাজারের দক্ষিণ খরুলিয়ার মোঃ মনির আহমরদর ছেলে। স্মৃতি আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের মোঃ আল আমিন সরকারের মেয়ে। তাদের উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম