আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চট্টগ্রামে রেয়াজউদ্দিন বাজারে দুধের কার্টন চুরির অভিযোগে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দিকে এসএস টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত কর্মচারীর নাম রমজান আলী রাসেল। তিনি আরাফাত স্টোর নামে একটি দোকানে কাজ করতেন। এ ঘটনায় দোকান মালিকের ছোট ভাই আরমান ও দোকান কর্মচারি ইউনুসকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে দোকানের গুদামে স্টক মেলানোর সময় দুধের প্যাকেটের কার্টন কম দেখে দোকান মালিক রাসেলকে সন্দেহ করে। পরে তাকে গুদামে ডেকে নিয়ে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে।
এসময় তাকে আটকে রেখে পিটুনি দেয়া হলে গুরুতর অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম