আমাদেরবাংলাদেশ ডেস্ক ।। চট্টগ্রামে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট ) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড় ও ওয়াসা মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।পরে বেশ কয়েকজন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করে। পুলিশের বাধার মুখে চট্টগ্রামে গায়েবানা জানাজা পড়তে পারেনি তারা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা নামাজে জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন জামায়াত-শিবিরের লোকজন। কাজির দেউড়ি মোড়ে কিছু নেতাকর্মী জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।
এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। দৌড়ে কিছুদূর পালিয়ে গিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর ওয়াসা মোড়েও জড়ো হওয়া জামায়াত-শিবিরের লোকজনের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বেশ কয়েকজন-কে আটক করে থানায় নিয়ে যায়।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন,কোনও অনুমতি ছাড়া জামায়াত- শিবিরের লোকজন জড়ো হয়। তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে লাঠিচার্জ, ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। পুলিশের কয়েকজন সদস্য হামলায় আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কয়েকজন-কে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী গতকাল সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু