আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকা থেকে বিদেশি অস্ত্রসহ রানা (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার (২০ সেপ্টেম্বর) থানার কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রানা সন্দ্বীপ উপজেলার বাগেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে।র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, গ্রেফতার যুবক দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবসাসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরঘাট থানার কালীবাড়ি মোড় থেকে একটি বিদেশি ম্যাগজিনসহ তাকে গ্রেফতার করা হয়। আসামিকে সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত