আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে নুসরাত শারমিন রিনি নামের ওই নারী মারা যান। পরে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, ঘাতক স্বামী আবদুর রহিম কুপিয়ে স্ত্রীকে গুরুতর আহত করার পর ৯৯৯-এ নিজেই ফোন করে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুসরাতকে হাসপাতালে পাঠায়।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আরটিভি নিউজকে জানান, স্ত্রীকে কুপিয়ে রহিম নিজেই ফোন করে তার স্বজনদের জানানোর চেষ্টা করেন।
পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান এ ঘটনা।পুলিশ ভিকটিম নুসরাত শারমিন রিনিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যান তিনি।
আমাদেরবাংলাদেশ/আরাফাত