আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের মানববন্ধন কর্মসূচিতে বাঁশখালীর সংসদ সদস্যের অনুসারীদের হামলায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
দুপুরে প্রেসক্লাবের সামনে হামলার এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রথম প্রতিবাদকারীদের একজন মৌলভী সৈয়দের ভাই মুক্তিযোদ্ধা ডা. আশরাফ আলী সম্প্রতি মারা যান। রাষ্ট্রীয় সম্মাননা না দিয়ে তাকে দাফন করা হয়। এরই প্রতিবাদে চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা ক্ষোভ জানান। তাদের অভিযোগ, বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের নির্দেশেই তাকে সম্মাননা দেয়া হয়নি।
প্রতিবাদে প্রেসক্লাবের সামনে ওই মুক্তিযোদ্ধা পরিবার ও জেলার মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলার সময় সেখানে হামলা চালায় সংসদ সদস্যের অনুসারীরা। পরে, পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত