ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি।। শুক্রবার(৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ২৪ ঘন্টার জন্য চট্টগ্রাম মহানগর এলাকায় সব ধরণের বাস-ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এমন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এসময় নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটেরও হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য বাস-ট্রাক বন্ধ রাখা হবে। এর মধ্যে যদি গাড়ি ভাড়া বাড়ানো না হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হবে। এটি তাদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ বলেও জানান এই শ্রমিক নেতা।
এর আগে বুধবার (৩ নভেম্বর) জ্বালানি তেলের দাম হঠাৎ করে ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে; যা ইতোমধ্যে কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও জ্বালানির তেলের দাম বাড়ানো হয়েছে।
কিন্তু সরকারের এমন যুক্তি প্রত্যাখ্যান করেছে ভুক্তভোগী সাধারণ জনগণ। তারা বলছেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকারের এভাবে ইচ্ছামত জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়বে জীবনযাত্রার সবক্ষেত্রেই। বেতন বৃদ্ধি না করেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি অযৌক্তিক।
চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার বাসিন্দা গার্মেন্টস কর্মী মোঃ মনিরুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের দ্বারা এবং জনগণের জন্য নির্বাচিত সরকার কখনো এমন সিদ্ধান্ত নিতে পারেনা। বিরোধীদল দূর্বল হওয়ায় সরকার ইচ্ছামত সিদ্ধান্ত নিতে পারছে বলেও জানান তিনি। একইসাথে নির্বাচন সামনে রেখে সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারেরও দাবি জানান মনিরুজ্জামান।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম